Monday, December 23, 2024

প্রেমিকাকে গুলি করে হত্যা, চিরকুটে যা লিখে গেলেন যুবক

আরও পড়ুন

স্বামী-স্ত্রী পরিচয়ে তরুণ-তরুণী ওঠেন এক গেস্ট হাউজে। পরে সেখানে ঘটান এক ভয়ানক কাণ্ড। বুধবার (০৩ জুলাই) দুপুরে কলকাতার লেক থানা এলাকায় নিউ মেট্রো গেস্ট হাউসে ওঠার ঘণ্টা দুয়েক পরেই প্রেমিকাকে গুলি করেন রাকেশ সাউ (২৭) নামের এক যুবক। কোনরকমে পালিয়ে নিচে নেমে আসেন গুলিবিদ্ধ ওই তরুণী। তার পরপরই গুলি করে নিজেকে শেষ করেন ওই যুবক।

ভারতীয় গণমাধ্যম বলছে, ঘটনার তদন্তে নেমে গেস্টহাউজ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেই নোটেই পাওয়া গেছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। পাশাপাশি ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণীর সঙ্গেও কথা বলেছে পুলিশ। তরুণীর দাবি, রাকেশর সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু তা ব্রেকআপ হয়ে গেছে। রাকেশ তাকে সম্পর্ক রাখার জন্য বারবার চাপ দিচ্ছিল। আর পুরোনো সম্পর্কের কথা তুলে তাকে ব্ল্যাকমেইলও করা হয়।

আরও পড়ুনঃ  দুই স্যুটকেসে কী নিয়ে গেছেন শেখ হাসিনা?

গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে গেস্টহাউস থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা, দুজনের মধ্যে ছোটবেলা থেকেই সম্পর্ক ছিল। কিন্তু দুজনের কাস্ট এক না হওয়ায় তাদের বিয়ে হয়নি। সম্প্রতি তরুণী অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। পুলিশের ধারণা, সম্পর্ক ভেঙে যাওয়া ও তরুণীর অন্য যুবকের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নিতে পারেনি রাকেশ, তা থেকেই পরিকল্পনা করে ওই কাণ্ড ঘটায় সে।

এক সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, ৬-৭ বছরের সম্পর্ক ছিল ওই তরুণ-তরুণী। কিন্তু করোনা পরবর্তী সময়ে মেয়েটি সম্পর্ক রাখতে চাইছিল না, তবুও ছেলেটি সম্পর্ক রাখার জন্য চাপ দিচ্ছিল। পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ করে বলেন, পুরনো মুহূর্তের কথা বলে ব্ল্যাকমেইল করে, দেখা করার জন্য বারবার চাপ দিচ্ছিল রাকেশ। ব্ল্যাকমেইলের জেরে বাধ্য হয়ে দেখা করতে আসে সে। পরে গেস্ট হাউজেই শুরু হয় দু’জনের ঝগড়া। একপর্যায়ে ওই তরুণী যখন দরজা খুলে বেরিয়ে যাচ্ছিল, তখনই রাকেশ গুলি করে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ