Tuesday, July 15, 2025

হঠাৎ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি’র নেতারা

আরও পড়ুন

চায়ের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এমএস. মেগান বৌলদিনের গুলশানের বাসায় গেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তার বাসায় গেছেন বিএনপির নেতারা।

এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সকাল ১০টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় চায়ের আমন্ত্রণে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একট দল।

এতে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সন আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আরও পড়ুনঃ  ‘আমি মনে হয় আর বাঁচব না মা, শেষবার একটু জল দাও’

আরও পড়ুনঃ বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না: কাজী মফিজুর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মফিজুর রহমান বলেছেন, বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবেনা। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেনবাগ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এই গণজমায়েত ও র‍্যালির আয়োজন করে।

আরও পড়ুনঃ  পুলিশের জব্দ করা গাঁজা খেয়ে নেশার ঘোরে ইঁদুর!

কাজী মফিজুর বলেন, সেনবাগের প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে আমরা এটাই আশা করছি। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনার নির্দেশ দলের মধ্যে কোনো চাঁদাবাজ রাখবেন না। উনি শুধু সেনবাগ নয়, সারা বাংলাদেশের মধ্যে যারা চাঁদাবাজি করেছে, যাদের রেকর্ড আছে। এমন অনেক সিনিয়র নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

এ সময় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, জামাল উদ্দিন বাবলু, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য ডা. সৈয়দ নজরুল ইসলাম ফারুক প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ