Monday, December 23, 2024

এবার থানা ঘেরাও করে দুই পুলিশকে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনকারীরা কুমিল্লার তিতাস থানা ঘেরাও করে পুলিশের দুই সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) গভীর রাতে তিতাস থানায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তিতাস থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ও কনস্টেবল মো. মাঈন উদ্দিন। তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শেখ হাসিনার পালানোর খবরে আনন্দে ফেটে পড়ে মানুষ। রাতে স্থানীয় উৎসুক জনতা তিতাস থানা ঘেরাও করতে যায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতাড়ি গুলি করে। এতে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হন। এ সময় দুই পুলিশ সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  পরীমণিকাণ্ডে ফেঁসে যাওয়া সেই সাকলায়েনের বিরুদ্ধে এবার পিয়া জান্নাতুলের গুরুতর অভিযোগ

অপরদিকে একই দিন দাউদকান্দি উপজেলার সদরের তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২১) পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

প্রত্যক্ষর্শীরা জানান, সোমবার রাতে উৎসুক জনতা দাউদকান্দি থানা ঘেরাও করার চেষ্টা করলে থানা পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

পুলিশের গুলিতে বাবু মিয়া গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন রাতে জেলার দেবিদ্বার ও নাঙ্গলকোট থানাও ঘেরাও করা হয়। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ৩ মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি

অপরদিকে কুমিল্লায় সাংবাদিক মিঠুর উপর হামলা ও দোকান লুট, দৈনিক বাংলার আলোড়নের নিজস্ব প্রতিবেদক মহসিনকে কুপিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ