Monday, December 23, 2024

বুধবার এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত

আরও পড়ুন

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান সহিংস পরিস্থিতিতে আগামী ১১ আগস্টের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সে কারণে আমরা ১১ আগস্টের এইচএসসি পরীক্ষার বিষয়ে আগামীকাল (বুধবার) সিদ্ধান্ত নেব।

আরও পড়ুনঃ  বাবা-মাকে মারধর করে ঘরে আগুন দিলো যুবক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করা হয়।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ