Monday, December 23, 2024

জেরুজালেমে ইসরায়েলি পুলিশের হাতে নিহত তুরস্কের নাগরিক

আরও পড়ুন

দখলকৃত জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে ইসরায়েলের এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই কথিত হামলাকারী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশটির ওল্ড সিটিতে হয় এ ঘটনা। হামলাকারী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের পূর্বাঞ্চলে দায়িত্ব পালন করছিলেন বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময়, তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্ত।

ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা গুলি চালায় হামলাকারীকে লক্ষ্য করে। মৃত্যু হয় ৩৪ বছর বয়সী তুর্কি নাগরিকের। ফিলিস্তিনিদের পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝে মাঝেই পুলিশের সাথে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। হামাসের ৭ অক্টোবরের অভিযানের পর থেকেই সতর্ক অবস্থানে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি, প্রাণ গেল ইমামসহ ৬ জনের

আরও পড়ুনঃ বাঁধের পানি শুকিয়ে জেগে উঠল ৩শ’ বছরের পুরোনো শহর

১৯৭০ সাল। তৈরি করা হচ্ছে বাঁধ। অন্যদিকে, এই কারণেই পুরো একটি শহর পানির নিচে তলিয়ে যায়। তবে শুষ্ক আবহাওয়ায় বাঁধের পানি শুকিয়ে গেলে দৃশ্যমান হয় শহরটি। এমনই এক বিরল ঘটনা ঘটেছে ফিলিপাইনে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দৃশ্যমান হওয়া শহরটির নাম ‘পান্তাবাঙ্গন’। ফিলিপাইনে তাপমাত্রা বাড়ায় বড় একটি বাঁধের পানি শুকিয়ে জেগে উঠেছে প্রায় ৩শ’ বছরের পুরোনো এই শহর।

আরও পড়ুনঃ  গাজার কথা ভুলে যাওয়া উচিত হবে না : চীন

ফিলিপাইনের অনেক অংশই এখন ভয়াবহ খরার সম্মুখীন। সেই সাথে বেড়েছে গরমের তীব্রতা বেড়েছে। ফলে, পানিও শুকিয়ে যাচ্ছে। এছাড়াও দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছেছে। তাই বাঁধটি নির্মাণের পর থেকে এবারই সবচেয়ে দীর্ঘ সময় ধরে শহরটি দৃশ্যমান রয়েছে।

ফিলিপাইনের সরকারি হিসেবে দেখা যায়, ১৯৭০ সালে নির্মিত জলাধারটির পানির স্বাভাবিক উচ্চতা ২শ’ ২১ মিটার। কিন্তু এখন পানির স্তর নেমে গেছে প্রায় ৫০ মিটার।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ