Monday, December 23, 2024

সঙ্গ দিলে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি ইরানের

আরও পড়ুন

ইসরাইল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দিলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, যদি ইসরাইল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে।

এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। এতে ৭ সদস্য নিহতের পর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। বেশ কয়েকবার পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় রাইসি প্রশাসন।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশি জাহাজ উদ্ধারে পরিকল্পনা সাজাচ্ছে ভারতীয় নৌবাহিনী’

এদিকে কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ইসরাইলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১২ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলায় রাইসি প্রশাসন ১০০টি ড্রোন এ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে।

তা ঠেকানো ইসরাইলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বলেও জানান মার্কিন শীর্ষ কর্মকর্তারা। তবে শেষ মুহূর্তে ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলেও ধারণা তাদের।

অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে শুক্রবার প্রতিরক্ষামন্ত্রীসহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা করলেও সিদ্ধান্ত কি নিয়েছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে, যে কোনো হামলা মোকাবিলায় নেতানিয়াহু বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  গাজায় মানবসৃষ্ট দুর্যোগের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করলো ইইউ

এ উত্তেজনার মধ্যেই হামলা না চালাতে রাইসি প্রশাসনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ইসরাইলকে রক্ষার প্রতিশ্রুতিও দেন তিনি। ইতোমধ্যে নেতানিয়াহু বাহিনীকে যুদ্ধে পরামর্শ দিতে শীর্ষ জেনারেল পাঠিয়েছে মার্কিন প্রশাসন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ