Monday, December 23, 2024

আদালতে জয় বাংলা স্লোগান

আরও পড়ুন

ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ফিরবেন বলে হুমকি দিয়েছেন ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান মোহাম্মদ সেলিম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাকিব হাওলাদার হত্যা মামলায় গত বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সিএমএম আদালতে তোলার সময় সোলায়মান সেলিম এই স্লোগান দেন।

সোলায়মান সেলিম আওয়ামী লীগের আরেক প্রভাবশালী আলোচিত সাবেক এমপি হাজী সেলিমের ছেলে। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল খায়ের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুনঃ  চাচাতো বোনকে ভালোবেসে ৪ টুকরো বিশ্ববিদ্যালয় ছাত্র

তবে এ মামলার মূল নথি না থাকায় সোলায়মান সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

একই দিন মিরপুর থানায় হওয়া নাহিদুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকেও কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালতের হাকিম মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে মুকুলকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরও পড়ুনঃ  ক্যানসারে স্ত্রীর মৃত্যু, হাসপাতালেই নিজেকে শেষ করলেন পুলিশ কর্মকর্তা স্বামী

এদিকে কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে আটক করেছে পুলিশ। গতকাল কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকার নিজ বাড়ি থেকে টিপুকে আটকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ। ৫ আগস্টের পর ওই বাড়িতে টিপু আত্মগোপনে ছিলেন বলে ধারণা স্থানীয়দের।

এ ছাড়া ফরিদপুর অফিস জানায়, দ্রুত বিচার আইনের মামলায় রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতা রাজিব হোসেন রিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে রাজবাড়ী জেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিহাদ ফরিদপুর-৩ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ