ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক কোনো অভিযানে সাথে থাকবে না যুক্তরাষ্ট্র। রোববার (১৪ এপ্রিল) একটি টেলিভিশন টক শোতে এসে এমনই বার্তা দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন কিরবি।
জন কিরবি বলেন, বড় ধরনের সংঘাত এড়াতে চান তারা। তিনি বলেন, তেল আবিবের প্রতি তাদের সমর্থন অটুট থাকবে, তবে এ অঞ্চল সংঘাত বৃদ্ধি পাবে এমন কোনো কিছুতে তারা সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র।
তিনি জানান, নেতানিয়াহু প্রশাসনের কাছে স্পষ্ট করা হয়েছে বিষয়টি। ইরানের কাছেও পাঠানো হয়েছে একই বার্তা।
আগেরদিন শনিবার ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার পরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনে তিনি তেলআবিবকে সতর্ক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এ সময় চটজলদি প্রতিক্রিয়া না দেখিয়ে কৌশলগত দিক বিবেচনার পরামর্শ দেন।