Monday, December 23, 2024

অন্তরঙ্গ সম্পর্কের পর পালিয়েছেন প্রেমিক, অতঃপর….

আরও পড়ুন

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক প্রেমিকা।

রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার তালম ইউনিয়নের সিলেট গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কলেজছাত্রী জানান, এই গ্রামের জামাল মুন্সির ছেলে মহিবুল্লাহ সঙ্গে চার বছর আগে তার প্রেমের সম্পর্ক হয়। ওই সময় থেকে মহিবুল্লাহ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। রোববার মহিবুল্লাহ তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি এখন তাকে বিয়ে না করে তার বাড়ি থেকে যাব না।

আরও পড়ুনঃ  মসজিদের সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঘটনা জানাজানি হবার পর মহিবুল্লাহ ও তার পরিবারের সদস্যদের বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে তাড়াশ অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ