Thursday, July 31, 2025

যার হাতে স্বাধীনতা,সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে : পিনাকী

আরও পড়ুন

নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এমন একজন, যার হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সর্বদা সুরক্ষিত ও সমুন্নত থাকবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন অনলাইন

নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এমন একজন, যার হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সর্বদা সুরক্ষিত ও সমুন্নত থাকবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

সোমবার (১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতি শুধু সাংবিধানিক প্রধানই হবেন না, বরং জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবেন।

আরও পড়ুনঃ  আন্দোলনে নিহতদের তালিকা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন সারজিস

পিনাকী লিখেছেন, “নতুন বাংলাদেশে রাষ্ট্রপতি হবেন সেই মহান ব্যক্তি, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকাকে সযত্নে রক্ষা করবেন, সবসময় সমুন্নত রাখবেন। তিনি হবেন জনগণের আস্থা ও প্রত্যয়ের প্রতীক।”

তিনি আরও বলেন, এদেশের মানুষ একটি ভিন্ন বাংলাদেশ দেখতে চায়—যেখানে শাসকগোষ্ঠীর দম্ভ, দখলদারিত্ব বা স্বেচ্ছাচারিতা থাকবে না। রাষ্ট্রের প্রধান হবেন এমন একজন, যিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতির সেবা করবেন এবং যিনি কখনোই দেশের সার্বভৌম স্বার্থের সাথে কোনো আপস করবেন না।

আরও পড়ুনঃ  ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চিরঘুমে পুলিশ সদস্য

পিনাকীর মতে, দীর্ঘদিন ধরে দেশে শাসনব্যবস্থা যেভাবে ক্ষমতাকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তর করেছে, তা থেকে বেরিয়ে আসাই নতুন বাংলাদেশ গড়ার শর্ত। তিনি বলেন, “নতুন রাষ্ট্রপতি হবেন স্বাধীনতার অঙ্গীকার রক্ষার প্রধান অভিভাবক। তিনি জনগণের প্রতিনিধিত্ব করবেন, জাতীয় সংহতি ও ঐক্যের ভিত্তি হয়ে দাঁড়াবেন।”

তিনি আরও লিখেছেন, “জাতি আজ সেই রাষ্ট্রপতিকে খুঁজছে, যিনি দেশের সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষের আস্থা অর্জন করবেন, যিনি বিদেশি শক্তির চাপে নত হবেন না, এবং যিনি সত্যিকারের গণতান্ত্রিক রীতিনীতি ফিরিয়ে আনবেন।”

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ