সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সৈনিক লীগ নেতা কামরুল ইসলাম ওরফে কামুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌর সদরের হায়বাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল হায়বাদপুর গ্রামের শোকর আলীর ছেলে। এক সময় ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি। বর্তমানে উপজেলা সৈনিক লীগের যুগ্ম সম্পাদক পদে আছেন।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেনের জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কথিত হেলমেট বাহিনীতে জড়ায় কামরুল। উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান সাঈদ-উজ জামানের নাম ভাঙিয়ে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দ পানির ড্রাম নিয়ে বাণিজ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রতিবেশী এছোম গাজীসহ কয়েকজন বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতারা গা-ঢাকা দেন। কিন্তু বিএনপির স্থানীয় কতিপয় নেতার আশ্রয়ে এলাকায় ছিলেন কামরুল। এমনকি হেলমেট পরে নকিপুর গরুর হাট, জনস্বাস্থ্য প্রকৌশলীর দপ্তরে আশপাশের এলাকায় চাঁদাবাজি চালাতেন তিনি। আটকের পর তিনি অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের দেখে নেওয়ার হুমকিও দেন।
বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিন বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যা বলেন, একটি মামলায় কামরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাও খতিয়ে দেখা হবে।