ঢাকার ধামরাইয়ে নিজের মুরগির খামারে টিনের আঘাতে রুবেল হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের চারিপাড়া এলাকায় নিজের মুরগির খামারে কাজ করতে গিয়ে আঘাত পান তিনি।
রুবেল হোসেন ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের চারিপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি যুবদলের কর্মী ও পদ প্রত্যাশী ছিলেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলের দিকে নিজের মুরগির খামারে মই দিয়ে টিনের চালায় উঠতে যান তিনি। এ সময় পা ফসকে মই থেকে পড়ে গেলে হাতে থাকা অন্য টিন হাতের ওপর পড়ে। এতে তার হাতের কবজির ধমনী কেটে রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
রুবেলের বোন জামাই ফিরোজ হোসেন বলেন, রুবেল ঘরের টিনের চালায় উঠেছিলেন মই দিয়ে, তার হাতে টিন ছিল। হঠাৎ মই ফসকে পড়ে যান তিনি। টিন ডান হাতের ওপরে পড়ে। তখন থেকেই রক্ত পড়া শুরু হয়। রক্ত না থামায় একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, রাত ১১টার দিকে রুবেল হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আঘাতজনিত কারণে তাকে হাসপাতালে আনা হয়েছিল।