Friday, July 11, 2025

যেখানে সূর্যাস্ত হয় না, সেখানে রোজা রাখার নিয়ম কী?

আরও পড়ুন

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সংযম ও শৃঙ্খলা অনুশীলনের এক পরম পরীক্ষা। এ মাস আধ্যাত্মিক পরিশুদ্ধির পাশাপাশি দৈহিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ। প্রতি বছর এই মাসের ত্রিশ দিন মুসলমানরা রোজা রাখেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। রমজান মাসে রোজা রাখা ফরজ।

এবছর পবিত্র রমজানের অপেক্ষার সময় শেষের পথে। আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোতে রমজানের চাঁদ দেখা গেলে, পরেরদিন ১ মার্চ থেকে সেখানে রোজা শুরু হবে। অপরদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ১ মার্চ চাঁদ দেখা গেলে ২ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এ মাস।

আরও পড়ুনঃ  বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ালেন শায়খ আহমাদুল্লাহ (ভিডিও)

রোজা পালনের ক্ষেত্রে মহান আল্লাহ তায়ালার নির্দেশ হলো- সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেখে রোজা রাখতে হবে। অর্থাৎ যে অঞ্চলে যখন সূর্যোদয় হয় তার আগেই রোজা পালনকারী পানাহার বন্ধ করবেন এবং সূর্যাস্তের পর রোজা ভঙ্গ করবেন। যেহেতু বিভিন্ন দেশে দিন ও রাতের দৈর্ঘ্য সমান নয় তাই রোজা পালনের ক্ষেত্রেও মুসল্লিদের কোথাও ১০ থেকে ১২ ঘণ্টা আবার কোথাও ১৭-১৮ ঘণ্টা রোজা রাখতে হয়।

এমনটা ঘটে পৃথিবী বাঁকা ও সূর্যের অবস্থানের কারণে। বাংলাদেশসহ নিরক্ষ রেখার কাছাকাছি অবস্থান করা দেশগুলোতে সাধারণত দিন ও রাত ১২ ঘণ্টার কাছাকাছি হয়। আবার পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কখনো সূর্য উদয় হয় না।

আরও পড়ুনঃ  ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো বিশ্বের এমন কিছু জায়গা আছে যেখানে কখনো সূর্যাস্ত হয় না। তাহলে প্রশ্ন জাগে ওইসব স্থানের মানুষ কীভাবে, কোন হিসাবে রোজা রাখেন?

ইসলাম ধর্ম বিষয়ক ওয়েবসাইট দ্য ইসলামিক ইনফরমেশন-এর তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো জায়গা যেখানে কখনো সূর্য অস্ত যায় না, সেখানকার মানুষদের মধ্যপ্রাচ্যের সৌদি আরবের সময় দেখে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা। কারণ মক্কা হলো ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান এবং সৌদি আরবেই শেষ নবী হজরত মোহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছে পবিত্র কোরআন।

আরও পড়ুনঃ  সারাবছর রোজা রাখতেন যিনি, আল্লাহর কাছেও ছিল সর্বাধিক পছন্দের

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশের মুসল্লিরা এবার প্রায় ১৪ ঘণ্টা রোজা রাখবেন। অপরদিকে এ বছর সবচেয়ে বেশি সাড়ে ১৭ ঘণ্টা রোজা রাখবেন ফিনল্যান্ডের রাজধানী হেলেনস্কির বাসিন্দারা। আর সবচেয়ে কম ১১ দশমিক ৫ ঘণ্টা রোজা রাখবেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মুসলিমরা। বাংলাদেশে এবার প্রথম রোজার দিনের ব্যাপ্তি হবে ১৩ ঘণ্টা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ