Monday, December 23, 2024

মরদেহ আছে ভেবে বস্তার কাছে যায়নি কেউ, খুলে যা মিলল

আরও পড়ুন

গাজীপুরের শ্রীপুরের এক মহাসড়কের পাশে প্লাস্টিকের একটি বস্তা পড়ে ছিল। মুখে মুখে ছড়িয়ে পড়ে, ওই বস্তায় আছে মরদেহ। খবর শুনে আশপাশে ভিড় করেন উৎসুক জনতা। তবে সেটির কাছে যায়নি কেউই। অবশেষে আসে পুলিশ। বস্তার মুখ খুলে দেখা যায়, রাবার দিয়ে বাঁধা গোছা গোছা চুল ছিল সেই বস্তার ভেতরে।

রবিবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সড়কের দক্ষিণ পাশে ওই বস্তাটি পাওয়া যায়।

আরও পড়ুনঃ  এক ডিভাইসের তথ্যে জলদস্যুর কবলে এমভি আব্দুল্লাহ

পুলিশ জানায়, সকালের দিকে স্থানীয়রা উড়াল সড়ক ও পার্শ্ব সড়কের মাঝামাঝি বিভাজকের পাশে সাদা রঙের প্লাস্টিকের বস্তা দেখতে পান। সেটির ভেতরে মরদেহ রয়েছে ভেবে কাছে যাচ্ছিলেন না কেউই। তবে একজন রিকশাচালক বস্তাটি টেনে সড়ক বিভাজকের ওপর রাখেন। খবর দেওয়া হয় মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে। পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ শ্রীপুর থানা-পুলিশকে বিষয়টি জানায়। বেলা ১১টার দিকে থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। তারা প্লাস্টিকের বস্তা খুলে ভেতরে বিপুল পরিমাণ চুল দেখতে পায়।

আরও পড়ুনঃ  শাবি: বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে নয়, নিজের টাকায় ইফতার করা যাবে

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, “বস্তার ভেতরে চুল পাওয়া গেছে। আমরা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বস্তার ভেতরে একটি কাগজে চুলের পরিমাণ লেখা ২৮ কেজি। এগুলো মানুষের চুল নাকি কৃত্রিম, তা বুঝতে পারছি না।”

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ