Monday, December 23, 2024

টাঙ্গাইলে ভয়াবহ আগুন, নিঃস্ব ৬ পরিবার

আরও পড়ুন

রোববার ( ৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আম্বিয়া খাতুনের বাড়িতে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ সন্ধ্যায় স্থানীয় আম্বিয়া খাতুনের বাড়িতে আগুনের সুত্রপাত হয়। নিমিষেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অনেক চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। পরে স্থানীয়রা গোপালপুর ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। এতে ১১টি ঘর ও ৪টি গরু পুড়ে ভস্মিভুত হয়। ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র, মালামাল এবং জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুনঃ  স্কুলে কমছে শিক্ষার্থী, বাড়ছে মাদ্রাসায়

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ