যতদিন পর্যন্ত নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হবে ততদিন পর্যন্ত সরকারি সব প্রতিষ্ঠানের দায়িত্বে থাকবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বলে জানিয়েছেন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।
রোববার (৮ ডিসেম্বর) টেলিগ্রামে এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসি।
টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, “নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি সব প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে।”
এসময় তিনি প্রতিশোধ না নেওয়ার পাশাপাশি সরকারি স্থাপনা রক্ষার কথাও জানান।
তিনি জানান, সিরিয়ার সরকারি রেডিও ও টেলিভিশন ভবন দখল করে নিয়েছেন সশস্ত্র বিদ্রোহীরা। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সিরীয় সেনাদের সরিয়ে নেওয়ার পর সেই স্থাপনাও দখলে নিয়েছেন তারা।
এদিকে আল জাজিরা তার লাইভ আপডেটে জানিয়েছে, সশস্ত্র বিরোধী দল বলছে— “নতুন সিরিয়া” হবে “শান্তিপূর্ণ সহাবস্থানের” স্থান, যেখানে ন্যায়বিচারের জয় হবে এবং সমস্ত সিরিয়ানদের মর্যাদা রক্ষা করা হবে।
বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছে, “আমরা অন্ধকার অতীতের পাতা উল্টে দিয়ে ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি।”
এদিকে রোববার (৮ ডিসেম্বর) সকালে বিবিসি জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক ছেড়েছেন।
তবে কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলো বলছে, “আমাদের বাহিনী রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেছে। আমরা সেদনায়া কারাগারে অত্যাচারের যুগের সমাপ্তি ঘোষণা করছি। এই কারাগারের সব বন্দীদের মুক্ত করে দিয়েছি।”