Monday, December 23, 2024

সরকার দ্রুত নির্বাচন দিতে চায়: এএফপিকে প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার অন্তর্বর্তী। তাই সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিৎ। সরকার দ্রুত নির্বাচন দিতে চায়। ভোটের জন্য সব প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেওয়া হবে।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় বুধবার ১৩ নভেম্বর এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা একথা বলেন।

এসময় ড. ইউনূস আরও বলেন, স্বৈরাচারী সাবেক শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে সরকার নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি নির্বাচন কত দ্রুত হবে তা নির্ধারণ করবে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে প্রবাসী তরুণের মর্মান্তিক মৃত্যু

দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছিলাম, আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, সেইসাথে সরকার, সংসদ এবং নির্বাচনী বিধিমালার আকৃতিতে দ্রুত একমত হওয়া দরকার। যে কোন সরকারই স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হবে। আমরাও আছি।

তিনি বলেন, আমরা আশা করছি যে আমরা এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা রাখতে পারব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ