রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু যুদ্ধের ঝুঁকির সতর্কতাকে যুক্তরাষ্ট্র ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন বলেছে, এই ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এএফপি এ তথ্য জানায়।
ইউক্রেনে ন্যাটোভুক্ত দেশ সেনা পাঠালে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি হবে- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন হুশিয়ারির পর এই মন্তব্য করলেন মিলার। এর আগে, অবশ্য ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে ফ্রান্সের প্রস্তাব প্রত্যখ্যান করেছে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ।
মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, পুতিনের কাছ থেকে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য এই প্রথমবার আসেনি। পরমাণু শক্তিধর একটি রাষ্ট্রের প্রধান কখনোই এভাবে কথা বলতে পারেন না। অতীতেও, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরমাণু ইস্যুতে রাশিয়ার সাথে কথা হয়েছে। কিন্তু, রাশিয়া পারমানবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন কোনো তথ্য-প্রমাণ নেই। তবে, এ ইস্যুতে জোরদার করা হবে নজরদারি।