Monday, December 23, 2024

কমলা হ্যারিসকে জেতাতে ভারতে পূজা শুরু

আরও পড়ুন

শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে ভারমন্ট এলাকায় শুরু হয়েছে ভোটগ্রহণ। কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন জায়গায় জমে উঠবে ভোটের মাঠ। এ তালিকায় রয়েছে নিউইয়র্ক ও ভার্জিনিয়া। বিশ্বের সবার চোখ এখন আমেরিকায়। আর এই ভোটকে কেন্দ্র করে ভারতে রীতিমতো পূজা শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মনে করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে জেতাতে ভারতের দক্ষিণাঞ্চলের পুণ্যার্থীরা পূজা শুরু করেছেন।

আরও পড়ুনঃ  ২৫ দিন পর ভারতে অবৈধ হচ্ছেন শেখ হাসিনা

জানা যায়, দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কমলা হ্যারিসের পৈতৃক নিবাস। আজ থেকে ১০০ বছর আগে এই গ্রামেই বাস করতেন কমলা হ্যারিসের নানা পি ভি গোপালান। তাঁর মেয়ে শ্যামলা গোপালান ভারত থেকে আমেরিকা পাড়ি জমিয়েছিলেন।

তারপর পরিচয় হয় ডোনাল্ড হ্যারিসের সঙ্গে। হ্যারিস জ্যামাইকা থেকে আমেরিকা এসেছিলেন পড়াশোনা করতে। পরিচয় থেকে পরে পরিণয়ে আবদ্ধ হোন শ্যামলা ও হ্যারিস। এই দম্পতিরই মেয়ে কমলা হ্যারিস।

কমলা হ্যারিসের জন্ম আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। সেখানেই তিনি বেড়ে উঠলেও অনেক ছোটবেলায় নিজ গ্রামে গিয়েছিলেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। কোনো কোনো গণমাধ্যম বলেছে, শৈশবে কমলা হ্যারিস তাঁর নানার সঙ্গে চোন্নাইয়েও বেড়াতে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ  দরজা ভেঙে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা

এবারের নির্বাচনে তাই কয়েক সপ্তাহ আগেই কমলার জয় চেয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় পূজা শুরু হয়েছে। এবার তাতে যুক্ত হলেন আরও পুরোহিত।

তামিলনাড়ুর হিন্দু গ্রুপ আনুশানাথের অনুকরাগ্নির প্রতিষ্ঠাতা বাল্লু বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের ভারতীয় নারী, আমাদের তামিলের রক্ত যার দেহে বইছে, সেই কমলা হ্যারিস নির্বাচন করছেন। অবশ্যই তিনি জিতবেন।’

এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, কমলা হ্যারিসকে দেবীর মতো করে বানানো হয়েছে। আর পূজা করছেন পুরোহিতরা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ