Monday, December 23, 2024

শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের সংস্কারের সময় এসেছে: তাজউদ্দিন কন্যা

আরও পড়ুন

শেখ পরিবারকে বাদ দিয়ে আওয়ামী লীগের সংস্কারের সময় এসেছে বলে মন্তব্য করেছেন তাজউদ্দিন আহমদের বড় মেয়ে লেখক ও গবেষক শারমিন আহমদ। তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের সংস্কার চান, তারা ডাক তুলুন- শেখ পরিবার যেন আওয়ামী লীগে আর না থাকতে পারে। এনারা অত্যন্ত ক্ষতি করেছেন আমাদের। দেশের বিরাট বড় ক্ষতি।’

বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তাজউদ্দিন আহমদের কন্যা শারমিন।

আওয়ামী লীগে যেন শেখ পরিবার আর না থাকতে পারে এমটা জানিয়ে শারমিন আহমদ বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগকে হাইজ্যাক করে শেখ পরিবার। তারা স্বাধীনতার চেতনা ও দলীয় ব্যানারে পরিবারতন্ত্র কায়েম করেছিল।

আরও পড়ুনঃ  ডাকাতির দায়ে ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৫ আগস্টের শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দিশেহারা হয়ে পড়া আওয়ামী লীগের পাশে দাঁড়ালেও ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সংকটে পড়া আওয়ামী লীগের পাশে দাঁড়াতে রাজি নন তাজউদ্দিন পরিবার।

দুর্নীতিগ্রস্ত দলটিকে উজ্জীবিত করা সহজ নয় মন্তব্য করে শারমিন আহমদ জানান, ৭৫’এর পর তার মা যখন আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে শুরু করেন, তখন দিল্লি থেকে শেখ হাসিনাকে নিয়ে আসা হয়। এরপর আওয়ামী লীগ আর দল থাকল না, পরিবারের হয়ে গেল।

আরও পড়ুনঃ  জাহাঙ্গীর কবির নানকের বাসায় অভিযান, যা পাওয়া গেল

শারমিন আহমদ বলেন, ‘এটা খুব কষ্টের ব্যাপার যে উনি (শেখ হাসিনা) একটা পরিবার লীগ গঠন করে ছিলেন। উনি যখন নেতৃত্বটা নিলেন তখন আওয়ামী লীগের স্বকীয়তা কিন্তু দিনে দিনে হারিয়ে গেল। ভালো ত্যাগী নেতা-নেত্রীরা ঝড়ে পড়লেন। সব সাইডলাইন হয়ে গেল। আর তখন ওনার একটি পরিবারতন্ত্র কায়েম করলেন, আওয়ামী লীগের ব্যানার টানানো শুরু করলেন, মুক্তিযুদ্ধের ব্যানার ব্যবহার করলেন।’

আওয়ামী লীগ মাফিয়া লীগে পরিণত হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ‘এদের বৈশিষ্ট্য হলো যখন লুটপাট, খুন, রাহাজানি, অর্থপাচার এগুলোর সাথে জড়িত থাকে। ওনারা যদি এগুলো চিহ্নিত করতে পারেন, যারা আওয়ামী লীগের সংস্কার চান, তারা ডাক তুলুন- শেখ পরিবার যেন আওয়ামী লীগে আর না থাকতে পারে। এনারা অত্যন্ত ক্ষতি করেছেন আমাদের দেশের, বিরাট বড় ক্ষতি।’

আরও পড়ুনঃ  ‘তর ছেরারে মাইরালবাম, রান কাইট্যা টুকরা করবাম; সময় গনতে থাক’

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস আংশিকভাবে তুলে ধরেছে মন্তব্য করে তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে বলেন, সেখানে শেখ পরিবারের ইতিহাসই প্রাধান্য পেয়েছে।

সাক্ষাৎকারে আত্মোপলব্ধি থেকে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেতাদের বিচারের মুখোমুখি হওয়ারও আহ্বান জানান শারমিন আহমদ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ