হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ধারী মাহফুজুর রহমান তানিম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার মাহফুজুর উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে সাধারণ লোকজনকে হয়রানি করতেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, নিরপরাধ এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি নিয়ে ওই যুবক মঙ্গলবার রাতে থানায় যান।
এতে পুলিশের সন্দেহ হলে থানার গেইট থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার বিকেলে গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, তানিম পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করানোর চেষ্টা করেছেন।
ওই ব্যক্তিকে গ্রেপ্তার না করলে আন্দোলনসহ থানায় আক্রমণেরও হুমকি দেন। পুলিশকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য সাধনের চেষ্টা ও শান্তিভঙ্গ করার কারণে তানিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।