Wednesday, July 30, 2025

নেতানিয়াহুকে হত্যা করবে একজন ইসরায়েলি: হিজবুল্লাহ প্রধান

আরও পড়ুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছেন নতুন হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাসেম। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম ভাষণে এমন হুমকি দেন তিনি।

হিজবুল্লাহর হামলার ভয়ে নেতানিয়াহু প্রাণনাশের শঙ্কা করছেন, এমনটা দাবি করে নাঈম কাসেম বলেন, ‘একজন ইসরায়েলি একদিন নেতানিয়াহুকে হত্যা করবে।’ এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

নিজের প্রথম টেলিভিশন ভাষণে নতুন হিজবুল্লাহ প্রধান বলেন, ‘শত্রুকে অবশ্যই জানতে হবে যে আমাদের গ্রাম এবং শহরগুলোতে বোমা হামলা চালিয়ে আমাদের পিছু হটা যাবে না এবং প্রতিরোধ শক্তিশালী হবে।’

আরও পড়ুনঃ  স্যোশাল মিডিয়ায় সফল দম্পতি না দেখাতে মুশতাক-তিশাকে আদালতের নির্দেশ

গত ২১ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনের শোয়ার ঘরে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। কিন্তু হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না।

নাঈম কাসেম বলেন, ‘আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নেতানিয়াহু এবার বেঁচে গেছেন। সম্ভবত একজন ইসরায়েলি তাকে হত্যা করবে, সম্ভবত তার বক্তৃতার সময়।’

তিনি আরও বলেন, ‘আমাদের কূটনৈতিক যোগাযোগ আমাদের নিশ্চিত করেছে যে নেতানিয়াহু খুবই ভীতসন্ত্রস্ত, কারণ আমরা তাকে লক্ষ্যবস্তু করেছি।’

আরও পড়ুনঃ  বনশ্রীতে গুলি খেয়েও যে কারনে নিজের বাসায় ঢুকতে পারেননি স্বর্ণ ব্যবসায়ী

চলমান যুদ্ধে যুদ্ধবিরতির দরজাও খোলা রয়েছে বলে ভাষণে জানান নাঈম কাসেম।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ