Monday, December 23, 2024

নুরের বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত

আরও পড়ুন

পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হককে (ভিপি নুর) সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে নেতা-কর্মীদের বিএনপির নির্দেশনা নিয়ে আলোচনা চলছে।

বিএনপির হয়ে সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণকারী গোলাম মাওলা রনি জানিয়েছেন, নুরের বিষয়টি তারেক রহমানের সিদ্ধান্তে নির্ভরশীল।

গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠির মাধ্যমে দলের নেতা-কর্মীদের নুরুল হককে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে নুরুল হকের গ্রামের বাড়ি।

আরও পড়ুনঃ  কারাগারের ছাদ ফুটো করে পালালেন ৪ ফাঁসির আসামি

রনি জানান, তিনি এ বিষয়ে দলের তরফ থেকে কোনো নির্দেশনা পাননি এবং বিষয়টি নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই। তিনি আরও বলেন, নুর বর্তমানে তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি এবং তার মনোনয়ন নিয়ে দলের হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।

এদিকে, রিজভীর চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সংসদীয় এলাকায় (পটুয়াখালী-৩, গলাচিপা-দশমিনা) জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  ১৫ আগস্ট ঘিরে আ’লীগের সংগঠিত হওয়া নিয়ে নানা প্রশ্ন

এই চিঠির পরে পটুয়াখালীতে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ