মুজিবনগর সরকারের আদলে ভারত সীমান্তে আ.লীগের সরকার গঠনের গুঞ্জনে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে নগরীর টাউনহল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
রাত সাড়ে ৮টায় শহরের টাউন হল মাঠে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আবদুল হান্নান মাসুদ। এ সময় শিক্ষার্থীদের আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এ বিষয়ে কুমিল্লার সমন্বয়ক মো. আবির বলেন, আমরা জানতে পেরেছি কুমিল্লার বিবির বাজার সীমান্তে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন। রোববার ভারতের আগরতলায় শেখ হাসিনার উপস্থিতিতে তারা মুজিবনগর সরকারের আদলে সরকার ঘোষণা করবেন। এর প্রতিবাদে আজ আমাদের এ কর্মসূচি।
সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, জাতির পিতা নামে শেখ মুজিবকে ছাপিয়ে দেওয়া হয়েছিল। মেজর জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা হয়েছে। যিনি (স্বাধীনতার) ঘোষণা দিয়েছেন তাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে।
মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে তাদের যথাযথ হিস্যা আমরা দাবি করি। সেখানে সব শহীদসহ তাজউদ্দীন আহমদকে হিস্যা দিতে হবে। পাকিস্তান থেকে এসে জাতির পিতা দাবি করবে, তা আমরা কখনো মেনে নেব না।
তিনি আরও বলেন, বাজারে যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ না করা যায় ও সিন্ডিকেট না ভাঙা যায় তাহলে সাধারণ মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ পাবে।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ আরও অনেকে বক্তব্য দেন।