Tuesday, December 24, 2024

‘লাভের আশায় তদবির করবেন না’ দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ

আরও পড়ুন

ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকতে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সবাইকে সতর্ক করেন।

আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন।’

আরও পড়ুনঃ  ইউপি চেয়ারম্যানকে জুতার মালা গলায় দিয়ে বাজার ঘুরালেন বিক্ষুব্ধ জনতা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হওয়া আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। আসিফের বাবার নাম মো. বিল্লাল হোসেন। স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।

ছাত্র আন্দোলনের আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেছাত্র আন্দোলনের আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ