Monday, December 23, 2024

গুলিতে নিহত শিক্ষার্থীর লাশের মিছিলে আবারও গুলি, উত্তাল পুরো শহর

আরও পড়ুন

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে গুলিবর্ষণে তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় ২৭ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৪০ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। রোববার দুপুরে পাবনা শহরের ট্র্যাফিক মোড়ে এ ঘটনা ঘটে। নিহতের ঘটনার পর দফায় দফায় সংঘর্ষ চলে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

নিহত শিক্ষার্থীদের লাশ নিয়ে শহরের অভিমুখে আন্দোলনকারীরা মিছিল বের করলে সেই মিছিলে আবারও গুলি করা হয়। এতে করে সেখানে আরো পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি-ছাত্রদল-যুবদল

নিহতরা হলো হাজীরহাট এলাকার কিশোর আবুল কালামের ছেলে আরাফাত হোসেন মাহবুবুল (১৬), বলরামপুর গ্রামের জাহিদুল ইসলাম (১৯) ও এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন (১৭)। আহতরা চিকিৎসাধীন। নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত সেটা নিয়ে অনুসন্ধানে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় হাজারো শিক্ষার্থী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান গ্রহণ করে। শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীদের সমাবেশে পেছন থেকে অতর্কিত গুলি বর্ষণ করেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানসহ তার নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

এ ঘটনায় শিক্ষার্থী জাহিদুল, মাহবুবুল ও ফাহিম নামের তিন শিক্ষার্থী নিহত হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে সাময়িক সময়ের জন্য বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। মৃত্যুর খবর শিক্ষার্থীদের কাছে পৌঁছালে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে আবারো জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে দফায় দফায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের ঘোষিত কর্মসূচি পালন করছিল। এ সময় পেছন দিকে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। এর মধ্যেই শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করা হয়।পুলিশ ধাওয়া দিলে তারা পিছু হটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কারা গুলিবর্ষণ করেছে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ভারত কর্তৃক বাংলাদেশে বন্যা সৃষ্টির প্রতিবাদে রাবিতেতে বিক্ষোভ

বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের ৪০-৪৫ জন ভাই আহত হয়। তাদেরকে আমরা দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে তিনজন মারা গেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ