Monday, December 23, 2024

‘কোটা আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী’

আরও পড়ুন

কোটা আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ্যে বুধবার (১৮ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে। আজ বিকেলেই এ বৈঠকটি হতে পারে।

তিনি আরও বলেন, আমরা কোটা সংস্কারের পক্ষে। শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ  স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে স্বামীর দুধ দিয়ে গোসল

হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। এছাড়া শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ