Monday, December 23, 2024

চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে কথা বলবেন আইনমন্ত্রী

আরও পড়ুন

চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটু পরেই কথা বলবেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইনমন্ত্রী সংবাদ মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা প্রদান করবেন।’

আরও পড়নঃ মিরপুর ১০ নম্বরে সংঘর্ষ, মেট্রোতে যাত্রী ওঠানামা বন্ধ

আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সংঘর্ষ চলছে। যার কারণে সেখানে থাকা মেট্রোরেলের স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিইনি: মুক্তিযুদ্ধমন্ত্রী

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই কোটা আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বরে অবস্থান নিতে শুরু করেন। একপর্যায়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয় তারা। এ সময় কোটা আন্দোলনকারীদের ঠেকাতে সংঘর্ষে জড়িয়ে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দুপক্ষের এই সংঘর্ষের কারণে মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনে মেট্রোরেল থামলেও কোনো যাত্রী ওঠানামা করছে না। নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।

মেট্রোতে থাকা এক যাত্রী এসব তথ্য কালবেলাকে জানিয়েছেন। মিরপুর ১০ নম্বর স্টেশনে যাতে কোনো যাত্রী না নামে এ জন্য বারবার মাইকে বলা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি নিয়ে থানায় যান সমন্বয়ক পরিচয়ধারী, এরপর যা ঘটলো

রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী, মেরুল বাড্ডাসহ আরও কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার কোথাও কোথাও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ এখনো চলছে বলেও জানা গেছে।

গত বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন আসিফ মাহমুদ।

বিবৃতিতে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও একদফা দাবিতে ১৮ জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।’

আরও পড়ুনঃ  শেখ হাসিনার লন্ডন যাওয়ার গুঞ্জন, বাংলাদেশ নিয়ে যা বলল যুক্তরাজ্য

আসিফ মাহমুদ বলেন, ‘শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ