Monday, December 23, 2024

মোবাইলে কথা বলার সময় লিফটের ফাঁক দিয়ে পড়ে যুবকের মৃত্যু

আরও পড়ুন

রাজধানীতে মোবাইলে কথা বলতে গিয়ে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ দিয়ে পড়ে মো. ওসমান মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওসমান বাসাবাড়িতে পর্দা সেলাইয়ের কাজ করতেন।

সোমবার (১ জুলাই) রাতে কদমতলীর দনিয়ায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৯টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওসমান যশোর সদরের হুশতলা গ্রামের মো. হাফিজুল মোল্লার ছেলে। বর্তমানে দনিয়া এলাকায় ভাড়া থাকতেন।

আরও পড়ুনঃ  প্রবাসীর স্ত্রীকে হত্যা, কথিত সেই ‘মামা’ আটক

নিহতের বন্ধু ইসমাইল হোসেন জানান, আজ (সোমবার) সন্ধ্যার দিকে দনিয়া এলাকায় এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিল ওসমান। এ সময় সে ওই বন্ধুর বাড়ির চারতলার ছাদে মোবাইলে কথা বলছিল। আমি তখন ওই বাসার নিচে দাঁড়িয়েছিলাম।

হঠাৎ উপর থেকে নিচে কিছু পড়ার শব্দ পেয়ে দেখি ওসমান রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান— ওসমান আর বেঁচে নেই।

আরও পড়ুনঃ  মরদেহের খণ্ডাংশ মিলেছে— শুনে যা বললেন আনারকন্যা

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ