Saturday, July 26, 2025

নারিকেল গাছে ‘মানবাকৃতি মুখ’, চাঞ্চল্য সৃষ্টি!

আরও পড়ুন

চারদিকে অবারিত সবুজের সমারোহ। এর মধ্যে ঠাঁই দাঁড়িয়ে আছে কয়েকটি ভিয়েতনামী নারিকেল গাছ। এর মধ্যে একটি নারিকেল গাছে ভেসে ওঠেছে মানবাকৃতির অবয়ব। হঠাৎ এই দৃশ্য বাড়ির মালিকের চোখে পড়ে। পরে বাড়ির অন্যদের জানালে মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি, উৎসুক জনতার ভিড় জমে যায়।

এমনই দৃশ্য দেখা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের চেওরাইদ গ্রামের উত্তর পাড়া ইলুর বাড়িতে। কৌতূহলী লোকজনরা অনেকেই বিষয়টিকে অলৌকিক বলে প্রচার করছেন। কেউ কেউ আবার স্বাভাবিক প্রকৃতির খেয়ালিপনাও মনে করছেন।

আরও পড়ুনঃ  চলতি মাসেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন নাহিদ

শুক্রবার (২৪ মে) ঘটনাটি প্রথম জানাজানি হয়। সেদিন থেকেই গাছটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে এ নিয়ে শুরু হয় নানান আলোচনা। এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

রোববার (২৬ মে) সরেজমিনে দেখা যায়, বাড়ির আশপাশে মানুষের ভিড়। কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছেন অনেকেই। এই গাছটিকে দেখতে আসা মানুষেরা জানান, এর আগে এমন দৃশ্য কখনো দেখেননি তারা। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার পর কৌতূহল নিয়ে তারা দেখতে এসেছেন।

আরও পড়ুনঃ  জামায়াতের ইসলামীর এখন রাজনৈতিক কোন কর্মসূচী নেই- সৈয়দপুরে মাওলানা আব্দুল হালিম

এসময় কথা হয় স্থানীয় কয়েকজনের সঙ্গে তারা বলেন, এ ঘটনা লোকমুখে শুনার পর নিজ চোখে নারিকেল গাছে মানুষ আকৃতির চেহারা দেখতে আসলাম এবং দেখেছি। এটি অলৌকিক হউক বা স্বাভাবিকই হউক। দেখার পরে বিস্মিত হলাম আমরা।

বাড়ির মালিক মোজাম্মেল হক ফরিদ বলেন,গত শুক্রবার দুপুরের দিকে বাড়ির পূর্ব পাশের ঘরে শুয়ে মোবাইল দেখছিলাম। হঠাৎ জানালা দিয়ে গাছের দিকে চোখ পড়তেই দেখি মানুষের আকৃতির মতো।

তিনি আরও বলেন, সঙ্গে সঙ্গে শুয়া থেকে উঠে বসি। শুরুতে ভীষণ ভয় পেয়েছিলাম। পরে বাড়ির সবাইকে ডেকে এনে দেখাই। আমরা এ বিষয়টিকে স্বাভাবিক কিছুই মনে করছি, তবে মানুষজন দেখতে আসছে।

আরও পড়ুনঃ  নির্বাচনের নতুন সময় জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে যা বললেন: প্রধান উপদেষ্টা

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি অলৌকিক কিছু না। গাছে সার ও খাদ্যের অভাবে এমন আকৃতি ধরতে পারে। আকৃতির পরিবর্তনের কারণে হয়তো ভিন্নরকম দেখাচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ