Monday, December 23, 2024

ভাবলাম সম্পর্ক ভালো করতে চায় কিন্তু নিশিরাতে স্যাংশন দিলো: কাদের

আরও পড়ুন

এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় ডোনাল্ড লু সাহেব আসলো, ভাবলাম তারা আসলে সম্পর্ক ভালো করতে চায়, কিন্তু নিশি রাতে তারা স্যাংশন দিলো। তাদের স্যাংশন আমরা তোয়াক্কা করি না। যারা গণহত্যাকে অস্বীকার করে, তারা ভিসনীতি বা নিষেধাজ্ঞা দিল সেসব তোয়াক্কা করি না।

গতকাল বুধবার (২২ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির এক সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, সেনাবাহিনী নিজস্ব নিয়মে চলে। কোনো অনিয়ম করলে বঙ্গবন্ধুকন্যা তাকে ছাড় দেন না।

আরও পড়ুনঃ  শ‌নিবার ও রোববার যেসব এলাকায় ব‌্যাংক খোলা

প্রসঙ্গত, দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (২০ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ বিষয়ক বিবৃতি প্রকাশিত হয়। তাতে বলা হয়, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞাকে ইঙ্গিত করেই কথা বলেছেন ওবায়দুল কাদের।

ভারতের কলকাতায় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার খুন হওয়ার বিষয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বললেন, আমাদের এমপিকে যারা হত্যা করেছে, তারা আমাদের দেশরই লোক। যারা খুন করেছে তাদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে। এমপি আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি। আনারের ভারত গমন ও নিখোঁজ সবকিছু নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আরও পড়ুনঃ  ‘কিসের এতো আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়’

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ফখরুল সাহেব যদি বন্ধু রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন, তখন তিনি কি দেখেন না যে সালাহউদ্দিন সাহেব সেখানে বছরের পর বছর থাকেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ