Monday, December 23, 2024

অসহনীয় গরম, স্বস্তির বৃষ্টি নিয়ে বড় সুখবর

আরও পড়ুন

মে মাসের শুরুতেই সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। মে মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে। এসময় হতে পারে দমকা বাতাস, বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ও।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মে মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে সারাদেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুরুর আগে ঝড়ো হাওয়া বইতে পারে এছাড়াও হতে পারে কালবৈশাখী ঝড়। শুরুতে এই ঝড়-বৃষ্টি ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগে দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ  যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

আজ (২৭ এপ্রিল) শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ