Monday, December 23, 2024

গোসলে নেমে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়লো সিসি ক্যামেরায়!

আরও পড়ুন

রাজারবাগ পুলিশ লায়ন্সের পুকুরে গোসল করতে নেমে রহস্যজনকভাবে তলিয়ে যান কনস্টেবল মো: মমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমের হাতে আসে সিসি টিভি ফুটেজে ধরা পরে এমন দৃশ্য। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে রাজারবাগ পুলিশ লায়ন্সের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, মমিনুল গোসলের উদ্দেশ্যে ঘাটে যেয়ে কিছুক্ষণ দাড়িয়ে থাকেন। এ সময় দুই জনকে দেখা যায় কথা বলতে বলতে ঘাটের কাছে আসেন। তখন মমিনুলের সঙ্গেও কিছু কথা বলেন তারা। তারপরে মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ সাতার কাটতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যান তিনি।

আরও পড়ুনঃ  ‘পিস্তল-শটগান দিয়ে কোন জনমত প্রকাশ করা হচ্ছে, কেন এত লাশ পড়ল?’

এ সময় আরেক ব্যক্তিকে দাড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি পুকুরে নামেন গোসল করতে। সাতরে কিছু দূর গেলেই মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন তিনি। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সবাই সেখানে জড়ো হতে দেখা যায়।

মমিনুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ২০১৫ সালের নভেম্বর মাসের ১২ তারিখে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ