Monday, December 23, 2024

শাকিবের সিনেমা দেখে হাউমাউ করে কেঁদে, জ্ঞান হারিয়ে ফেললেন ভক্ত!

আরও পড়ুন

উৎসবকে রঙিন করে তোলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। এবার ঈদেও তার বিকল্প হয়নি। সুপার হিট সিনেমা ‘রাজকুমার’ দেখতে দলে দলে ভিড় করেছেন দর্শক ভক্তরা। এক ভক্ত অবাক করা কাণ্ড ঘটিয়েছেন।

ক্যামেরা যেদিকে ঘুরছে সেদিকেই যেন শাকিব ভক্তদের মিলনমেলা। অনেকে তার সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হচ্ছেন হল থেকে। এ দৃশ্য অবশ্য আগেও ঘটেছে। তবে এবার এক ভক্ত সিনেমা হলেই জ্ঞান হারিয়ে ফেলেছেন।

কারণ সিনেমায় শাকিব খানের একটি সংবেদনশীল দৃশ্য রয়েছে যা মেনে নিতে পারেননি বরিশাল থেকে আগত ওই ভক্ত। তাই জ্ঞান হারিয়ে ফেলেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ছেলেকে দেশের বাইরে পাঠাচ্ছেন শাকিব-অপু

তারই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঐ ভিডিওতে দেখা যায় একজন দর্শক হলের মেঝেতে পড়ে আছেন। ভিডিওতে আরও দেখা যায় সিনেমা হলের পর্দা, সেই পর্দায় রাজকুমার ছবিটির শেষাংশ। ভিডিওতে বলতে শোনা যাচ্ছে সিনেমার শেষ এক ঘণ্টা শুধু ওই ব্যক্তি কেঁদেই গেছেন। শাকিব খানের পরিণতি তিনি মেনে নিতে পারেননি, তাই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, পানি এনে ওই ব্যক্তির চোখে মুখে ছেটানো হচ্ছে। পরে তার জ্ঞান ফিরে আসে এবং পুনরায় কাঁদতে শুরু করেন।

আরও পড়ুনঃ  পরিণীতির বিয়েতে আসেননি প্রিয়াঙ্কা, দুই বোনের সম্পর্কে ফাটল!

প্রযোজক সূত্রে জানা গেছে দেশের ১২৬টির মতো সিনেমা হলে চলছে ‘রাজকুমার’। জানা যায়, দেশের ২১২টি সিনেমা হলের মধ্যে এই সিনেমা রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়ে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে।

এদিকে, দেশে ঈদ উদযাপন শেষে শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ‘তুফান’ সিনেমার শুটিং করতে ভারতে গেছেন শাকিব। ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে তার সিনেমার শুটিং। চলবে টানা একমাস। ভারতের সঙ্গে যৌথভাবে নির্মিত হচ্ছে সিনেমাটি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ