Monday, December 23, 2024

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

আরও পড়ুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক শেখ গনি মিয়া ঢাকা পোস্টকে বলেন, এক মোটরসাইকেলে তিনজন ছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজন মারা যান। একজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  ঈদগাহ মাঠে সামিয়ানা টানানো নিয়ে সংঘর্ষ, আহত ৭

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে দুজন ব্যক্তি অচেতন অবস্থায় অজ্ঞাত এক যুবককে নিয়ে আসেন জরুরি বিভাগে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে তারা জানান। চিকিৎসক ডা. মোর্শেদ আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ