Monday, December 23, 2024

‘জায়েদ খান বিড়ির মতো সবাই শুধু টানতে চায়’

আরও পড়ুন

জায়েদ খানের ‘সোনার চর’ দেখতে এসে উচ্ছ্বাসে ফেটে পড়লেন এক নারী ভক্ত। নায়ককে বাংলার সালমান খান বলেও দাবি করলেন তিনি।

ঈদে নায়কের ‘বিড়ি’ গানের মিউজিক ভিডিওর ট্রলকারীদেরও একহাত নিলেন ওই নারী। নিজেকে জায়েদের অন্ধ ভক্ত বলে জানালেন তিনি। নায়কের ক্যারিয়ারের শুরু থেকেই তার সিনেমা দেখেন ওই নারী।

শুক্রবার (১২ এপ্রিল) ব্লকবাস্টার সিনেমাসে তিনি বলেন, যারা জায়েদের বিড়ি গান নিয়ে ট্রল করছেন তাদের বলতে চাই, বিড়ি খাইলে হয় ক্যানসার এটা শুধু গান না, একটি সামাজিক বার্তা। বিড়ির খারাপ দিক নিয়েই এই গান।

আরও পড়ুনঃ  টাইমস স্কয়ারের ডিজিটাল বোর্ডে মমতাজ ও জায়েদ খান

জায়েদের ওই ভক্ত আরও বলেন, জায়েদ খানের বিয়ে হলে কান্নাকাটি করব। তবে তার বিয়েতে নাচানাচিও করার ইচ্ছা আছে। জায়েদের প্রতি উৎসবে সিনেমা মুক্তি দেওয়া প্রয়োজন। জায়েদ খান আসলে বিড়ির মতো, সবাই শুধু টানতে চায়। তার অনেকগুলো বডি গার্ড নিয়ে বুক টান করে হেঁটে চলা দেখতেও ভালো লাগে। তিনি আমার স্বপ্নের পুরুষ।

‘সোনার চর’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

আরও পড়ুনঃ  যে কারণে মুসলিমকে বিয়ে করতে চান নোরা ফাতেহি

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ একযুগ পর ঈদে মুক্তির পেল জায়েদের কোনো সিনেমা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ