Monday, December 23, 2024

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

আরও পড়ুন

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টা দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাসানুজ্জামান (৪৫) সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ঝিনাইদহ থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল সাতক্ষীরা যাচ্ছিলেন হাসানুজ্জামান। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে পৌঁছালে

বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ট্রাকচাপায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ