চাঁদপুরের ফরিদগঞ্জের বড়ালি এলাকায় এবার এক টাকা লাভে পণ্য বিক্রি শুরু করেছেন মো. বিল্লাল হোসেন। পবিত্র রমজান মাস উপলক্ষে ছয়টি খাদ্যপণ্য তিনি এ লাভে বিক্রি করবেন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে ওই এলাকার হৃদয় স্টোর নামে তার দোকানে গিয়ে এর সত্যতা মিলে।
সরেজমিনে দেখা যায়, তিনি মুদি দোকানি। রমজান মাস ঘিরে ছোলা, মুড়ি, বেসন, তেল, খেঁজুর ও চিনির বিশেষ পসরা সাজিয়েছেন। শুধু এসব তিনি এক টাকা লাভে বিক্রি করবেন। বাকি অন্যান্য পণ্য আগের মতোই বিক্রি করবেন।
এ বিষয়ে দোকানি বিল্লাল হোসেন বলেন, দ্রব্যমূল্যের দাম বেশি। তাই মধ্যবিত্ত ও গরিব মানুষের পাশে থাকতে চাই। মানুষের জন্য কিছু করার প্রয়াসে এ আয়োজন। এখানে প্রচুর সাড়া পাচ্ছি।
উল্লেখ্য, এক টাকা লাভে ফরিদগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের চরকুমিরা তালতলার দোকানি শাহ আলম পণ্য বিক্রি করছেন। রমজানকে ঘিরে ২০২৩ সালেও তিনি এভাবে বিক্রি করেন।