জাতীয় নির্বাচন সামনে রেখে গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় মৌলিক সংস্কার সম্পন্ন করার পরেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে প্রশাসনের সক্ষমতা যাচাই করার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জামায়াত আয়োজিত এক দাওয়াতি অভিযান ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “৫ আগস্টের পর থেকেই জামায়াত বলে আসছে—জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার এবং রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এতে প্রশাসনের বাস্তব সক্ষমতা যাচাই সম্ভব হবে।”
স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “বর্তমানে দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে কোনো মেয়র বা কাউন্সিলর নেই। প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারাই এসব পরিচালনা করছেন, ফলে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং দুর্নীতির সুযোগ বাড়ছে।”
পথসভায় সভাপতিত্ব করেন মতিঝিল দক্ষিণ থানা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ মোতাছিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি শামছুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার সেক্রেটারি ইমাম হোসেন। এছাড়াও বক্তব্য দেন থানা কর্মপরিষদের সদস্য আব্দুল আউয়াল, হারন অর রশিদ, হাফিজুর রহমান, মোহাম্মদ আলী সরকার, আহসানুর রহমান হাসান এবং ইসলামী ছাত্র শিবির মতিঝিল থানা সভাপতি মিলন আহম্মেদ।