Wednesday, July 30, 2025

সন্তানদের পিটুনিতে বৃদ্ধ বাবা হাসপাতালে

আরও পড়ুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বৃদ্ধকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে তার ছেলে-মেয়েদের বিরুদ্ধে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় তার সন্তানরা। পরে তাকে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে। এক পর্যায়ে বৃদ্ধের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থল পৌঁছে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

আরও পড়ুনঃ  নিতে পারেননি কিছুই, কাপড়-নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে দিয়েছে ভারত

অভিযুক্তরা হলেন- আব্দুর রহিমের ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, ‘জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত কিছু পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ