Monday, December 23, 2024

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীকে রামদা দিয়ে কোপ যুবকের

আরও পড়ুন

বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় জড়িত বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গাবুয়া নামক এলাকার হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদারকে (২৩) আটক করেছে পুলিশ।

জানা গেছে, আটক হাসান এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বেতাগীর পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত হাসানের পরিবারকে বিষয়টি জানালে এবং প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত হাসান ক্ষিপ্ত হন।

আরও পড়ুনঃ  ‘রাফসান দ্য ছোট ভাই’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পরে মঙ্গলবার স্কুলে ক্লাসের বিরতি চলাকালীন সময়ে কয়েকজনকে নিয়ে ওই স্কুল মাঠে প্রবেশ করে বখাটে যুবক। এ সময় ওই শিক্ষার্থী অন্য সহপাঠীদের সঙ্গে স্কুলের মাঠেই ছিল। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে তুলে নেয়ার উদ্দেশ্যে হাত ধরে টানাটানি শুরু করলে অন্য শিক্ষার্থীরা তা দেখে স্কুলের শিক্ষকদের খবর দেয়।

পরে ঘটনাস্থলে শিক্ষকরা উপস্থিত হলে অভিযুক্ত হাসানের সঙ্গে থাকা ধারালো একটি দেশীয় অস্ত্র (রামদা) দিয়ে ওই শিক্ষার্থী হাতে কোপ দিয়ে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুনঃ  আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন: সারজিস আলম

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, স্কুলছাত্রীকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত হাসান সিকদারকে দ্রুত সময়ের মধ্যেই আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ