Monday, December 23, 2024

প্রবাসীর স্ত্রীকে বায়স্কোপ দেখাতে গিয়ে জনতার হাতে ধরা কৃষকদল নেতা, এরপর যা ঘটল

আরও পড়ুন

সৌদি আরব প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে মমিনুর ইসলাম (৪০) নামে এক কৃষকদল নেতা। বুধবার (১৬ অক্টোবর) রাতে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের খালপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কৃষকদল নেতাকে আটক করেছে পুলিশ।

মমিনুর গোমনাতী ইউনিয়নের মৌজা গোমনাতী এলাকার এসলাম উদ্দীনের ছেলে। মমিনুর তিন সন্তানের জনক। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের গোমনাতী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সভাপতির দায়িত্বে রয়েছে বলে জানান মমিনুর। ওই ইউনিয়নের খাল পাড়ার এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ঘটনাটি ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মমিনুর পেশায় একজন বন্ধু চুলার ব্যবসায়ী। চুলা বিক্রি করতে সে বিভিন্ন এলাকায় প্রোজেক্টরের মাধ্যমে ক্যাম্পেইন করে থাকে। সেই সুবাধে বুধবার সন্ধ্যার দিকে ওই নারীর শ্বশুরবাড়ি গোমনাতীর খালপাড়ায় আসেন।

পূর্ব নির্ধারিত সময়ে ক্যাম্পেইন করতে এলাকার পরুষ- নারীদের নিয়ে প্রোজেক্টর সেটিং করার জন্য মমিনুরসহ আরও দুইজন ওই প্রবাসীর বাড়িতে চেয়ার নেয়ার জন্য আসে। প্রজেক্টর সেটিং করা শেষ হলে মমিনুর উপস্থিত সকলের আড়াল হয়ে যায়। এর কিছুক্ষণ পর প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলার পর আটক করতে গেলে প্রবাসীর স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে তার মোটরবাইক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর কাছে হাতেনাতে আটক হন কৃষকদল নেতা মমিনুর।

আরও পড়ুনঃ  ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় যা বললেন হাসনাত আব্দুল্লাহ

এলাকাবাসী জানান, মমিনুর দীর্ঘদিন ধরে এমন অপকর্মের সঙ্গে জড়িত। এর আগেও কয়েকজনের সঙ্গে এই ধরনের অপকর্ম করতে গিয়ে হাতেনাতে ধরা খেয়েছিল। তার এসব কাণ্ডে এলাকায় এর আগে বিচার-সালিশ হয়েছিলো।

এ বিষয়ে প্রবাসীর মা জানান, মমিনুর প্রায় আমাদের বাসা আসে এবং আমার বউমার সঙ্গে কথা বার্তা বলে। এটা নিয়ে আমি আমার বউমাকে বাইরের লোকের সঙ্গে বেশি কথা বলতে নিষেধ করতাম। আমি বাড়ি অন্যকাজে থাকার কারণে মমিনুর আমার বউমার ঘরে ঢুকে পড়ে। বউমার এমন কাণ্ড সম্পর্কে আমার প্রবাসী ছেলেকে জানালে আমার বউমা আমার ছেলের কাছে উলটো আমার বিরুদ্ধে অভিযোগ করে। এমন ঘটনা এলাকার অনেকেই জেনে গেছে, আমার পরিবার এলাকার লোকের কাছে ছোট হয়ে গেলো।

আরও পড়ুনঃ  শোবার ঘরে হাত মোড়ানো প্রবাসীর স্ত্রীর নিথর দেহ, লাপাত্তা কথিত মামা

আরও পড়ুন: এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ, যা জানালেন বোর্ড কর্মকর্তা

মহিলাটির সঙ্গে আমি জোড় করে কোনো কিছু করিনি বলে দাবি করেন মমিনুর। তিনি বলেন, কিছুদিন আগে তাদের একটা পারিবারিক সমস্যার সমাধান করতে আমরা কয়েকজন এসে মীমাংসা করে দিয়েছিলাম। পরে একদিন তাদের বাড়িতে আমাদের দাওয়াত করেছিলেন। এরপর ঘটনার দিনে সন্ধ্যায় বন্ধু চুলার প্রোগ্রাম বায়স্কোপে দেখাতে আমি ওই মহিলার ঘরে টুল নিতে ঢুকছিলাম, ঘর থেকে বের হবার সময়ে কয়েকজন মহিলা আমাকে দেখে চিল্লাচিল্লি করে।

আরও পড়ুনঃ  যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু নিয়ে যা জানা গেলো

তিনি এলাকার বিএনপির নেতা হওয়ায় আমার ভাসুরের সঙ্গে ভালো সম্পর্ক বলে জানান প্রবাসীর স্ত্রী। বিগত এক মাস থেকে মমিনুরের সঙ্গে আমার মোবাইল ফোনে যোগাযোগ হয়। তিনি ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলার পাশাপাশি পরিবারের সবার খোঁজখবর নিতেন, কোনোদিন আমাকে খারাপ কথা বলেনি। মাঝে মধ্যেই মমিনুর দেখা করার জন্য বাসায় আসতো বলে জানান প্রবাসীর স্ত্রী। ঘটনার দিনে আমি তাকে ঘরে ডাকিনি তিনি নিজেই ঘরে ঢুকে জোড় করে আমার শরীরে হাত দিয়েছেন।

ডোমার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরু জানান, বিষয়টি শুনেছি। সে আমাদের কৃষক দলে আছে। তদন্তে সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ