Monday, December 23, 2024

একইভাবে ৯ নারীর মৃত্যু, বাড়ছে ‌‘সিরিয়াল কিলার’ আতঙ্ক

আরও পড়ুন

এ ঘটনার পরেই আতঙ্ক শুরু হয়েছে সিরিয়াল কিলারের। পুলিশ জানিয়েছে, প্রায় সবাই শ্বাসরোধে মারা গেছে। বেশিরভাগ নারী তাদের নিজেদের শাড়ি দিয়েই শ্বাসরোধের ঘটনা ঘটিয়েছে।

জানা গেছে, উত্তরপ্রদেশের শাহী, শেরগড়, শীষগড় এলাকার ৪০ থেকে ৬৫ বয়সের ৮ নারীর মরদেহ আখের ক্ষেত থেকে উদ্ধার করা হয়। তবে এই ৮ ঘটনার কোনোটিতেই যৌন নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু তাদের পরনের পোশাক এলোমেলো ছিল।

গত ১৩ মাসে ৯ নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাদের মৃত্যু হয়েছে পরপর। মারা যাওয়া নারীদের বয়স প্রায় একই। ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  কেন গুম করা হয়েছিল— জানেন না সালাহউদ্দিনপুত্র হুম্মাম

পুলিশ জানিয়েছে, এই আট ঘটনায় প্রায় সব ক্ষেত্রেই পরিহিত শাড়ি দিয়েই শ্বাসরোধে মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত বছর জুনে পরপর এ ধরনের তিনটি অস্বাভাবিক মৃত্যু হয়। জুলাই, আগস্ট, অক্টোবরে একটি করে এবং নভেম্বরে দুটি ঘটনা ঘটে। আট নম্বর ঘটনা ঘটার পর, বিপুল সংখ্যক পুলিশ দলে দলে ভাগ হয়ে একাধিক এলাকায় নজরদারি শুরু করে।

যদিও তারপর আর এরকম ঘটনা ঘটেনি। ফের চলতি আগস্টে এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। পরপর একই ঘটনা ঘটার পর পুলিশ ধারণা করছে, কোনো এক ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ