Monday, December 23, 2024

নিখোঁজ বাবা-ছেলের মরদেহ মিললো নাফ নদীতে

আরও পড়ুন

কক্সবাজারে টেকনাফ উপজেলায় নাফনদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার দু-দিন পর রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাট এলাকা থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।

মৃতরা হলেন- টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহর ছেলে নুর উল্লাহ (৩৭) এবং নুর উল্লাহর ছেলে রুহুল আমিন (১৩)। গত সোমবার প্রতিদিনের মত মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তারা।

আরও পড়ুনঃ  ‘তৌহিদ আমার সর্বনাশ করেছে, বিয়ে না করলে বাড়ি থেকে বের হব না’

মৃতদের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক তপন বলেন, নুর উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নাফনদীতে নিয়মিত মাছ ধরতেন। নদীর তীর ঘেঁষে তারা টানা জাল দিয়ে মাছ ধরতেন। সোমবার সকালে বাবা-ছেলে মিলে প্রতিদিনের মত মাছ ধরতে যান। একপর্যায়ে স্রোতের টানে ছেলে রুহুল আমিন ভেসে যায়।

এসময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবাও ভেসে গিয়ে নিখোঁজ হন। এদিকে সন্ধ্যার পরও বাবা-ছেলে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করতে শুরু করেন। কিন্তু তাদের সন্ধান পাননি তারা। পরে মঙ্গলবার সকালে স্বজনরা নৌ-পুলিশ বিষয়টি জানান।

আরও পড়ুনঃ  বাবাকে নিয়ে খারাপ মন্তব্যকারীদের ফেসবুকে কড়া হুঁশিয়ারি আনারকন্যার

তপন জানান, বুধবার বিকেলে নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ