রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে পুলিশ কোয়ার্টারের তৃতীয় তলার বাসায় একটি কক্ষে ঝুমুর মাহমুদ (২২) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বদরুন্নেসা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২৯ জুন) দুপুরের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝুমুর টাঙ্গাইলের ঘাটাইল থানার বাণী কাতরা গ্রামের তপন মাহমুদের মেয়ে। বর্তমানে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকতেন।
নিহতের বড় বোন নুপুর মাহমুদ বলেন, আমার ছোট বোন ঝুমুর পারিবারিক কলহের জেরে আজ সকালে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি ঝুমুর গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।