Monday, December 23, 2024

বাবা-মায়ের ঝগড়া থামাতে থানায় শিশু

আরও পড়ুন

এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাধারণ বিষয়ে লেগে থাকা মা-বাবার ঝগড়া থামাতে থানায় ওসির কাছে অভিযোগ দিতে গেলো ছয় বছরের শিশু সিয়াম। গতকাল রোববার (২৮ এপ্রিল) থানায় গিয়ে ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামকে খুঁজে বের করে নিজের অভিযোগ জানান সিয়াম।

এদিকে শিশু সিয়ামের অভিযোগ, তার পিতা মাদকাসক্ত। প্রায়ই তার মাকে মারধর করেন। খুব সাধারণ বিষয়ে ও মা-বাবার মাঝে ঝামেলা লেগে থাকে সবসময়। মায়ের এ কষ্ট দেখে পুলিশের সহযোগিতা পেতে থানায় হাজির সে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি-ছাত্রদল-যুবদল

সিয়ামের অভিযোগ মনোযোগ সহকারে শুনে তাৎক্ষনিকভাবে ওসির নির্দেশে পুলিশ শিশুটিকে নিয়ে তার বাড়িতে যায়। এবং তার মা-বাবাকে আগামীতে আর কোনো ঝগড়া না করার অঙ্গীকার করান।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার মা-বাবার প্রতি বিরক্তি প্রকাশ এবং নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। সিয়ামের মা-বাবা জানিয়েছেন, তার আর কখনো ঝগড়া করবেন না। এতে সিয়ামও বেশ খুশি হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ