Monday, December 23, 2024

ইসরায়েল কোন হামলা চালায়নি বলে দাবি ইরানের

আরও পড়ুন

ইরানের হামলার প্রতিক্রিয়ায় দেশটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তবে এমন দাবি অস্বীকার করে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কোন হামলা চালায়নি ইসরায়েল। ইরানের আকাশে সন্দেহজনক বস্তু দেখা দেয়ায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠায় বিষ্ফোরণের শব্দ পাওয়া গেছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির নিরাপত্তা বাহিনী ইসফাহানের আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে।

জানা গেছে, ইসফাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যাওয়ার সাথে সাথেই দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠে এবং ড্রোনগুলোকে ধ্বংস করা হয়। দেশটির জ্যেষ্ঠ সেনা কমান্ডার সিয়াভোশ মিহানদোস্তের বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে সন্দেহজনক বস্তুতে আঘাত করেছে।

আরও পড়ুনঃ  মাঠে নেই আন্দোলনকারীরা, সাঁজোয়াযান নিয়ে প্রস্তুত পুলিশ

ইরানের এক কর্মকর্তা বলেছেন, এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়। ইরানের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। তবে কোথায় আঘাত হানা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য তারা দেননি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ