Monday, December 23, 2024

সৌদি আরবে বিরল তুষারপাত, ঢেকে গেছে মরুভূমি

আরও পড়ুন

লাল মরুভূমির বুকে জ্বলজ্বল করছে সাদা তুষার। শুক্রবার (১৫ মার্চ) বৃষ্টি ও শিলাবৃষ্টির পর হঠাৎ বদলে গেছে সৌদি আরবের রাজধানী রিয়াদের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমির চিত্র। সাদা তুষারে ঢেকে গেছে মরু এলাকা। এমন দৃশ্য দেশে বেশ অবাক সেখানকার বাসিন্দারা। দ্রুতই এই চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। বলা হয়, ১৭ মার্চ থেকে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে সেখানে। আর তার আগেই গোটা এলাকা ঢেকে গেল সাদা তুষারে।

আরও পড়ুনঃ  গাজার কথা ভুলে যাওয়া উচিত হবে না : চীন

গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, আগামীকাল সোমবার থেকে তাবুক, উত্তরাঞ্চলের সীমান্ত, আল জাওয়াফ, হাইল, মদিনা, কাসিম ও রিয়াদের উত্তর অঞ্চলে বজ্রঝড় ও শিলাসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উপত্যকাগুলো প্লাবিত হতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে মাঝে মাঝেই বজ্রপাতসহ ঝড় হতে পারে। এছাড়া সৌদি আরবের অধিকাংশ এলাকায় তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ