Monday, December 23, 2024

রাজধানীর সড়কে মধ্যরাতে প্রাণ হারালো মাদ্রাসার শিশু শিক্ষার্থী

আরও পড়ুন

রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন নিহত শিশুর বাবা ও ফাহাদ নামে একজন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্দুল্লাহ মাহমুদ রিফাত। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। সে একটি মাদ্রাসায় পড়াশোনা করতো বলে জানা গেছে।

পুলিশ জানায়, সন্তান রিফাত ও দোকানের কর্মচারী ফাহাদকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন আব্দুল গণি। তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এক শিশু রিফাত ঘটনাস্থলেই নিহত হয়। আরেক শিশু ফাহাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  'দস্যুরা এখনো কোনো মু‌ক্তিপন চায়‌নি, সব মি‌ডিয়ার সৃ‌ষ্টি'

সর্বশেষ সংবাদ