ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, লেখক ও গবেষক ড. আসিফ নজরুলের প্রকাশিত বই ‘আমি আবু বকর’ এবারের অমর একুশে বইমেলায় ব্যাপক সাড়া ফেলেছিল। শুধু বইমেলায় নয়, অনলাইনেও বইটি পাঠক চাহিদার শীর্ষে স্থান দখল করেছে।
এ নিয়ে শনিবার কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে নিজস্ব টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়েছেন ড. আসিফ নজরুল।
সেখানে তিনি লেখেন, ‘রকমারিতে পাঠকদের প্রতিক্রিয়া। ২৮ জনের মধ্যে ২৫ জনই সর্বোচ্চ ভালোলাগা জানিয়েছেন। লিখিত প্রতিক্রিয়ায়ও রয়েছে বহু প্রশংসা। আমি খুব চেয়েছিলাম এই উপন্যাসটি মানুষ পড়ুক। আমার চাওয়া পূর্ণ হয়েছে। ৩০ দিনে বইটার ৯টি মুদ্রণ হয়েছে। বিক্রয়ের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হয়েছে। আপনাদের ধন্যবাদ। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।’
এর আগে বইটির এমন চাহিদা প্রসঙ্গে ঢাবি আইন বিভাগের এই অধ্যাপক বলেছিলেন, আমার লেখক জীবনে এটি অভাবনীয় ও অভূতপূর্ব ঘটনা।